২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৪৬:৩৫ অপরাহ্ন
সংস্কারের পর নির্বাচন
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২৪
সংস্কারের পর নির্বাচন

ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। গত ৮ আগস্ট শপথগ্রহণের পর এ সরকারের কার্যক্রমের বয়স ১ মাস ৫ দিন পেরিয়েছে। এই সরকারের প্রতি জনসমর্থন যেমন রয়েছে, তেমনি জন প্রত্যাশাও অনেক বেশি। হাজার প্রাণের বিনিময়ে যে সফল বিপ্লব এসেছে তার মূল চেতনা হল বৈষ্যম্যের অবসান। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জিত হয়েছে। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাতে রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষের প্রধান চাওয়া। তবে নির্ভয়ে-নির্দ্বিধায় ভোট দিতে পারা এবং ভোটের সুফল ভোগ করার মতো একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ প্রশাসন, শক্তিশালী নির্বাচন কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা ইত্যাদির। তাই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের অবশ্যই সংস্কার প্রয়োজন।


এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক, রাজনীতি বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী ইনকিলাবকে বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্র সংস্কারের কোন বিকল্প নেই। কেননা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংস করে তার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে সব ক্ষেত্রে ব্যাপক সংস্কারের প্রয়োজন। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের রূপ রেখা উপস্থাপন করেছেন। ৬টি বিভাগে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়েছে। যাদের এই কমিশনগুলোর প্রধান করা হয়েছে তারা অত্যন্ত যোগ্য। তবে এই সব সংস্কারের জন্য প্রতিটি রাজনৈতিক দল এবং সকল জনগণকে এ জন্য সহযোগিতা এবং সমর্থন দিতে হবে।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। কেননা গত ১৬ বছর যাবৎ মানুষ তাদের ভোট নিতে পারেনি। সেই ক্ষোভ থেকেই অভ্যুত্থানের সূচনা। তাইতো নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দিয়েই এ সরকার তার অন্যান্য সংস্কারের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে চায়। এ লক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি রূপ রেখা উপস্থাপন করেনে। 

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন- এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছি। এরপর আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো। 


শেয়ার করুন