২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:১২:০১ অপরাহ্ন
ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় পার্টির প্রার্থীরা
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৩
ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় পার্টির প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট চাইছেন। এছাড়াও বিভিন্ন স্থানে বুধবার কর্মিসভা, উঠান বৈঠক, পথসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে প্রার্থীরা এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি সেলিম উদ্দিন বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এর মধ্যে বিয়ানীবাজারের মুল্লাপুর ইউনিয়নের মুল্লাপুরে নির্বাচনি অফিস উদ্বোধন করেন তিনি। এরপর কালীজুড়ি বাজার, গোডাউন বাজার, মুল্লাপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় গণসংযোগ করেন। কার্টাখালি পার এলাকায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নেতা আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য সিলেট-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন। বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আয়াত আলী, বর্তমান ইউপি সদস্য নজমুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, সদস্য করিম উদ্দিন, মুল্লাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ইউনিয়ন যুব সংহতির সভাপতি ফয়েজ আহমদ, সম্পাদক গিয়াস উদ্দিন।


রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল কাউনিয়া উপজেলার গ্রামগঞ্জে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন। চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।  বুধবার দুপুরে কাউনিয়া উপজেলার গার্লস স্কুল মোড়ে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহীন সরকার, সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাবেক সভাপতি মো. আজিজুল ইসলাম মাস্টার, জাতীয় পার্টির নেতা ডা. হাবিবুর রহমান, বালাপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু সাঈদ মন্টু প্রমুখ। ময়মনসিংহ-৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম নিজ বাসভবন সোহাগীর হাটুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুল আলী ফকির, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, সম্পাদক আব্দুল হাদী, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি এএএইচএম সারোয়ার, উপজেলা যুবসংহতির সভাপতি এসএম সারোয়ারদী সুজন প্রমুখ।


সাতক্ষীরা-১ আসনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। তার সঙ্গে ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল আলিম বাবু, সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফ, কলারোয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আজিবর রহমান, হিজলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবের আলী বিশ্বাস, জাতীয় যুব সংহতি কলারোয়া উপজেলা শাখার আবুল কালাম আজাদ।


শেয়ার করুন