২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:১২:০৪ অপরাহ্ন
সব বাহিনীর সমন্বয়ে মনিটরিং সেল গঠন
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৪
সব বাহিনীর সমন্বয়ে মনিটরিং সেল গঠন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। গতকাল রবিবার সংশ্লিষ্ট সবাইকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান।


বিশেষ সমন্বয় সেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ইসির স্মার্টকার্ড প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। এ ছাড়া আরও ২১ কর্মকর্তা অন্তর্ভুক্ত হবেন। এদের


মধ্যে রয়েছেন একজন উপ-সচিব, উপ-সচিব মর্যাদার পুলিশের পাঁচজন, র‌্যাবের দুজন, বিজিবির তিনজন, কোস্টগার্ডের দুজন, আনসার ও ভিডিপির দুজন, সেনাবাহিনীর মেজর পদ মর্যাদার চারজন, নৌবাহিনীর একজন ও বিমানবাহিনীর এক সদস্য।


মনিটরিং সেল আগামী ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পরিচালনা করা হবে। দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করে প্রতি দেড় ঘণ্টা পরপর নির্বাচন কমিশনকে অবহিত করবেন এবং প্রয়োজনে বিশেষ প্রতিবেদন পাঠাবেন।


শেয়ার করুন