রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরে না আসা পর্যন্ত মস্কোর পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা করা উচিত নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মেদভেদেভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, আমাদের এখন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের সঙ্গে সম্পর্ক (পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে) কেলভিন স্কেলে (তাপমাত্রা মাপার স্কেল) শূন্য….এখনও তাদের সঙ্গে আলোচনা করার দরকার নেই ... ।
মস্কোর ইউক্রেন আক্রমণের জন্য স্নায়ুযুদ্ধের পর রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতোমধ্যেই তলানিতে পৌঁছেছে।
এর আগে দিমিত্রি মেদভেদেভ হুশিয়ারি দিয়ে বলেছিলেন, দুই বছর পর হয়ত বিশ্ব মানচিত্রে ইউক্রেন থাকবে না।