১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:০৭:০৬ অপরাহ্ন
‘ইউক্রেনে সুবিধা করতে পারছে না রাশিয়ার বিমানবাহিনী’
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২২
‘ইউক্রেনে সুবিধা করতে পারছে না রাশিয়ার বিমানবাহিনী’

রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনে তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। মস্কোর অভিযান পরিকল্পিতভাবে ক্লান্ত স্থল সেনা এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে আরও জানায়, রাশিয়ার বিমান বাহিনীর অপর্যাপ্ততা ইউক্রেনে রুশ সাফল্যকে সীমিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার বাহিনীর আগ্রহ হারানোর ঝুঁকিও রয়েছে…তারা খুব কমই ইউক্রেনীয় বাহিনীর মুখোমুখি হচ্ছে। 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যদিও রাশিয়ার তুলনামূলকভাবে আধুনিক এবং সক্ষম যুদ্ধবিমান রয়েছে, তারপরও দেশটির বিমান বাহিনী প্রায় নিশ্চিতভাবেই তার কর্মীদের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং দক্ষতা বিকাশে ব্যর্থ হয়েছে; যা রাশিয়ার আরও পশ্চিমা ধাঁচের আধুনিক বিমান অভিযানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। 

এদিবকে চলমান যুদ্ধে আকাশ হামলার ব্যাপারে ইউক্রেনীয় বাহিনীর অবস্থানও তেমন শক্ত নয়।  সোভিয়েত আমালের বিমান দিয়ে রাশিয়ার আধুনিক বিমানের বিরুদ্ধে লড়া সহজ নয়। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে আধুনিক বিমান দিয়ে সাহায্য করলেও এসব বিমান চালানোর মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ ইউক্রেনের নেই।

শেয়ার করুন