২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:৩৮:৩৩ অপরাহ্ন
ইউক্রেনের শিশুদের জন্য নোবেল পদক বেচে দিলেন রুশ সাংবাদিক
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২২
ইউক্রেনের শিশুদের জন্য নোবেল পদক বেচে দিলেন রুশ সাংবাদিক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের সহায়তায় নোবেল পদক বিক্রি করে দিয়েছেন সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া রুশ পত্রিকা নোভায়া গেজেতার সম্পাদক দিমিত্রি মুরাতভ। নিলামে পদকটির দাম উঠেছে রেকর্ড ১০ কোটি ৩৫ লাখ ডলার।

রয়টার্স এ তথ্য জানিয়ে বলেছে, বিক্রির পুরো অর্থ ইউনিসেফের মাধ্যমে ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের জন্য খরচ করা হবে।

নিলাম সংস্থা হেরিটেজ অকশনস এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছে, সোমবার নিউইয়র্কে পদকটির নিলাম হয়। ঘটনাক্রমে দিনটি ছিল বিশ্ব শরণার্থী দিবস।

গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে সেই যুদ্ধ নিয়ে মুরাতভের পত্রিকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারের তীব্র সমালোচনা করে। এ বিষয়ে ক্রেমলিন সতর্ক করলে গত মার্চে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, মুরাতভের পদকটির নিলাম মূল্য এখন পর্যন্ত নোবেল পদক বিক্রির সব রেকর্ড ছাড়িয়েছে। এর আগে নিলামে নোবেল পদক বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৫০ লাখ ডলার।

হেরিটেজ অকশনস জানায়, নোভায়া গেজেতার কর্মীদের সহায়তায় মুরাতভ সংস্থাটিকে তার পদকটি বিক্রির অনুমতি দিয়েছেন। তিনি আশা করেন, এ অর্থ ইউক্রেনের শরণার্থী শিশুদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

নোভায়া গেজেতার সহপ্রতিষ্ঠাতা মুরাতভ ২০২১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে।

শেয়ার করুন