২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:১২:৩৮ অপরাহ্ন
তানোরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের দুই গ্রুপের হাতাহাতি
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
তানোরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের দুই গ্রুপের হাতাহাতি

রাজশাহীর তানোরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দুইগ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে তানোর থানার মোড়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে দুইগ্রুপের এই মারামারি -হাতাহাতির ঘটনাটি ঘটেছে। এসময় উপস্থিত নেতাকর্মীরা দুইপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।


ঘটনা সূত্রে জানা গেছে, বুধবার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তানোর উপজেলা আওয়ামী লীগের একটি র্র্যালী বের করে থানার মোড়ে খোলা মঞ্চে ভাষণ দিতে থাকেন নেতারা। এসময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা এক ব্যাক্তিকে দেখে বলেন তুই কাঁচির সমর্থক এখানে কেনো বলে ক্ষিপ্ত নেতাকর্মীরা কোন কথা ছাড়াই ঔই ব্যাক্তিকে মারপিট শুরু করেন।


এসময় উপস্থিত মঞ্চে থাকা নেতারা এসে মারামারি থামানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনা বেগতিক দেখে থানা পুলিশ এসে ঘটনাস্থল সাভাবিক করেন। এই ঘটনায় সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, মারামারির কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি সাভাবিক করেন।


শেয়ার করুন