২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:০৪:০৮ অপরাহ্ন
উইন্ডিজ রূপকথার টেস্টে সাফল্যের হাসি বাংলাদেশের সৈকতেরও
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৪
উইন্ডিজ রূপকথার টেস্টে সাফল্যের হাসি বাংলাদেশের সৈকতেরও

জশ হ্যাজলউডকে বোল্ড করে শামার জোসেফ যেন দৌড়ালেন উসাইন বোল্টের মতো। পাশাপাশি ধারাভাষ্যকক্ষে ইয়ান স্মিথের চিৎকার, ব্রায়ান লারার কান্না—এসবেই বোঝা যায়, উইন্ডিজের জয় রূপকথার চেয়েও কোনো অংশে কম ছিল না। ৮ রানের জয়ে দীর্ঘ ২১ বছর পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার মাঠে ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় এসেছে ২৭ বছর পর। 


খেলোয়াড়দের মতো মাঠে থেকেই ওয়েস্ট ইন্ডিজের এমন রূপকথার জয়ের সাক্ষী হয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত। উইন্ডিজের মতো তিনিও সফল। রিভিউর হিসেবে পাঁচবারের মধ্যে একবারই তিনি ব্যর্থ। সেখানে ভুলটা হয়েছে একেবারে প্রথমেই। গ্যাবায় গত বৃহস্পতিবার শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্রেগ ব্রাথওয়েটের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন জশ হ্যাজলউড। আম্পায়ার সৈকত তখন আউট ঘোষণা করলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ব্রাথওয়েট। পরে দেখা যায়, ইনসাইড এজ হয়েছে। এরপর একই দিনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তাঁর সিদ্ধান্তের বিপক্ষে আরও দুইবার রিভিউ হয়েছে। সৈকতের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন তৃতীয় আম্পায়ার। বাকি দুটি রিভিউ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম, দ্বিতীয় দুই ইনিংসেই একটি করে। 


শুরুতেই সৈকতের এমন ভুলের পর ধারাভাষ্যকার স্মিথ সমালোচনা করেছিলেন। স্মিথের মতে, আম্পায়ারিংয়ে এমন ভুল করে শুরুটা ভালো হতে পারে না। তবে ভুল সিদ্ধান্ত দিয়ে শুরুর পর ঘুরে দাঁড়ানোয় তৃপ্তি সৈকতের কণ্ঠে। আজকের পত্রিকাকে গতকাল তিনি বলেন, ‘প্রথম বলে প্রস্তুত হওয়ার আগেই ট্রাভিস হেডের মতো ডাক মেরেছি প্রথমটায়! তবে আম্পায়ারিংয়ে ঘুরে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। সেদিক থেকে ভালো লাগছে।’ 


সৈকত শুধু রিভিউয়ের হিসেবেই সবকিছু বিচার করতে নারাজ। বাংলাদেশের আম্পায়ার বলেন, ‘আরও তো আবেদন হয়েছে। সেগুলোও ধরতে হবে। শুধু রিভিউ দিয়েই কি সঠিক সিদ্ধান্তের হার পরিমাপ করা যায়? চার দিনে প্রায় ২০টি আবেদন হয়েছে।’


শেয়ার করুন