০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৬:০৪ অপরাহ্ন
‘আমরা মামা হবো কবে?’ সাংবাদিকদের প্রশ্নে হতভম্ব কৌশানী
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৪
‘আমরা মামা হবো কবে?’ সাংবাদিকদের প্রশ্নে হতভম্ব কৌশানী

আমরা মামা হচ্ছি কবে? বাংলাদেশে পৌঁছে এমনই এক অদ্ভুত প্রশ্নের মুখে পড়লেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তাকে যে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে তা কখনো আন্দাজ করতে পারেননি কৌশানী। তবে অভিনেত্রী প্রথমে থমকে গেলেও, পরে উচিত জবাব দেন সাংবাদিকদের।

বিষয়টা বিশদে বলা যাক। সম্প্রতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ে বাংলাদেশে এসেছেন কৌশানী। সেখানেই সাংবাদিকরা কৌশানীকে সামনে পেয়ে হঠাৎই জিজ্ঞাসা করে বসেন, ‘আমরা মামা হবো কবে!’ প্রথমে সাংবাদিকদের প্রশ্ন শুনে চমকে ওঠেন কৌশানী। তার পর হেসে ফেলে কৌশানী বলেন, ‘ওমা একি! বিয়ে হল না, এখনই এসব কথা। তোমরা তো আরও দূরে ভেবে ফেলেছো। এত তাড়িতাড়ি বিয়ে করার দরকার নেই। আগে ক্যারিয়ার।’ 


সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌশানীর এই ভিডিও।


বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে কৌশানীর নতুন এই ছবির শুটিং। এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে অল্প শুটিংয়ের পর এই ছবি ছেড়ে দেন মাহি। এর আগে বাংলাদেশের ‘প্রিয়া রে’ ছবিতে কাজ করেছেন কৌশানী। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি।



শেয়ার করুন