২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫৬:৪২ অপরাহ্ন
আরও ৪৭ করোনা রোগী শনাক্ত
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
আরও ৪৭ করোনা রোগী শনাক্ত

দেশে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪০৭ জনে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যাটি ২৯ হাজার ৪৮৯ জনেই আছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৪১০ জন।


২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সেদিন তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানানো হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


শেয়ার করুন