০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৪:২০ অপরাহ্ন
রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের জন্মবার্ষিকী পালন করলো সাবেক ছাত্রলীগ ফোরাম
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২২
রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের জন্মবার্ষিকী পালন করলো সাবেক ছাত্রলীগ ফোরাম

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন পালন করা হয়েছে।

রোববার (২৬ জুন) সকাল ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য নফিকুল ইসলাম সেল্টু, রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, বোয়ালিয়া পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শাহিন, সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন, হাফিজুর রহমান হাসান খান, রাকিবুল হাসান, আরিফুজ্জাম বাবু, মনোয়ার আলী রুশো, পলাশ জোহা, আকবর আলী খোকন, মিজান, হাজী শাহিন, নিউটন ও রবিউল প্রমূখ।

এছাড়াও দিনটিকে কেন্দ্র করে নগর ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিশুদের নিয়ে কেক কাটা, বৃক্ষরোপনসহ মাদ্রাসার ছাত্রদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন