২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:১৪:৩৪ অপরাহ্ন
নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৪
নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাড়দহ মাজার এলাকা থেকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নগরীর কাটাকালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামি মো: শামিম আলী (৩০)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার গফফার আলীর ছেলে।


নগর পুলিশ জানায়, শামিম আলীর বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এর পর থেকে শামিম পলাতক ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শামিম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাড়দহ মাজার এলাকায় অবস্থান করছে।


উক্ত সংবাদের প্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ  তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল  শামিম আলীকে বেলাড়দহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন