২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:১১:৩০ পূর্বাহ্ন
যুদ্ধের জন্য বাড়তে পারে মাদক কারবার
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
যুদ্ধের জন্য বাড়তে পারে মাদক কারবার

যুদ্ধের প্রভাবে ইউক্রেনে বাড়তে পারে মাদকের উৎপাদন। একাধিক সিন্থেটিক মাদকের কারখানা নতুন করে খুলেছে বলেও মনে করছে জাতিসংঘ। অতীতে এশিয়া এবং মধ্যপ্রাচ্যেও একই বিষয় দেখা গিয়েছিল বলে সতর্ক করেছে তারা। 


জাতিসংঘের মাদক সংক্রান্ত সংস্থার নাম ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)। সোমবার (২৭ জুন) সংস্থাটি একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, অতীত অভিজ্ঞতা বলছে, যেখানেই যুদ্ধ হয়েছে, সেখানেই বেআইনি মাদকের উৎপাদন লাফিয়ে বেড়েছে। ইউক্রেনকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।


তাদের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের আগেই ইউক্রেনের মাদকের উৎপাদন চোখে পড়ার মতো বেড়েছিল। ২০১৯ সালে বেআইনি সিন্থেটিক মাদক তৈরির কারখানা যেখানে ছিল ১৭ সেখানে ২০২০ সালে তা ৭৯-তে গিয়ে পৌঁছায়। যুদ্ধ পরিস্থিতিতে তা আরও বাড়ার আশঙ্কা আছে বলে মনে করা হচ্ছে।


রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের সময় এধরনের কারখানা বাড়ে কারণ, ওই সময় পুলিশ গিয়ে কারখানায় তল্লাশি চালায় না। দুষ্কৃতীরা সেই সুযোগটাই ব্যাবহার করে।


শেয়ার করুন