২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:৩২:৩৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৪
গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী থেকে বিপুল পরিমান হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারীদের গ্রেপ্তার করে। অভিযানে ৩ কেজি ৪শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।


গ্রেপ্তারকৃতরা হলো-গোদাগাড়ীর দিয়ার মানিক চক এলাকার জাহাঙ্গীরের ছেলে সোলায়মান (২০) ও আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন (৪০)। তবে মাদকের প্রধান হোতা টিপু নামে একজন পালিয়ে গেছে।


র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ীর দিয়ার মানিকচক রাবনপাড়া গ্রামের মাদক কারবারী সোলায়মান (২০) ও রুহুল আমিন হেরোইন আমদানি করে বাড়িতে রেখে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোলায়মানের বাড়ি ঘেরাও করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে দুইজন পালানোর সময় সোলায়মানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে র‌্যাব অভিযান চালিয়ে রুহুলকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার সোলায়মানের বাড়িতে র‌্যাব তল্লাশী চালিয়ে ৩ কেজি ৪শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে।


গ্রেপ্তারের পর তারা র‌্যাবের কাছে স্বীকার করে তাদের সহযোগী মাদক ব্যবসায়ী আব্দুর রহিম টিপুর সহযোগিতায় ভারতীয় সীমান্তবর্তী দিয়ে হেরোইন আমদানি করে তারা। তবে টিপুকে গেপ্তারে অভিযান চালানো হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব। পরে গ্রেপ্তারকৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


শেয়ার করুন