০৭ জুলাই ২০২৪, রবিবার, ০৬:৫৬:২৮ অপরাহ্ন
রাফায় ভয়াবহ হামলা ‘বড় ভুল’, তবে যুদ্ধ চলবে: নেতানিয়াহু
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৪
রাফায় ভয়াবহ হামলা ‘বড় ভুল’, তবে যুদ্ধ চলবে: নেতানিয়াহু

গাজার রাফা এলাকায় একটি আশ্রয়শিবিরে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। 


রোববার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকার একটি আশ্রয়শিবিরে হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। খবর নিউইয়র্ক টাইমসের।


এ ছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। 


হামলার পর ইসরাইলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে।


তিনি বলেন, আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব। কারণ এটি আমাদের নীতি।


শেয়ার করুন