২৪ জুন ২০২৪, সোমবার, ০৭:২৫:২৭ অপরাহ্ন
দুর্গাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৪
দুর্গাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে হত দরিদ্র ও সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা (এমপি)। তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে ৬৩ জনের মাঝে ৩ লাখ ১ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ শরীফুজ্জামান শরীফ, আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ,  দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবাইদা মাসুম, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজহার আলী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), খাইরুল ইসলাম উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ। 


শেয়ার করুন