২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:১৩:২৪ পূর্বাহ্ন
মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ৮৯
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৪
মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ৮৯

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে চলতি সপ্তাহের শুরুতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৮৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা। যদিও স্থানীয় মৎস্যজীবীদের দাবি, মৃতের সংখ্যা শতাধিক। 

সাধারণত প্রতি বছর গ্রীষ্মে আফ্রিকা ছেড়ে বহু মানুষ সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেন। উন্নত জীবনযাত্রার আকর্ষণ ও রাজনৈতিক অস্থিরতা এড়াতেই তাদের এই যাত্রা। ডুবে যাওয়া নৌকার যাত্রীরাও ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। ১৭০ জন যাত্রী ছিল ওই নৌকায়। উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা ৮৯ জনের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় পাঁচ বছরের এক শিশু-সহ ৯ জনকে জিবন্ত উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মৌরিতানিয়া প্রশাসন কোনো মন্তব্য করেনি। 

দেশটির দক্ষিণ-পশ্চিমের শহর এনডিয়াগোর মৎস্যজীবী সংগঠনের সভাপতি ইয়ালি ফল অবশ্য জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০৫। অনেককেই দাফন করা হয়েছে। তিনি বলেন, তিন দিন ধরে আমরা বহু মরদেহ দাফন করেছি।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম পাঁচ মাসে নৌকাডুবির ঘটনায় পাঁচ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা

শেয়ার করুন