যুদ্ধাপরাধ মামলায় তিনজনের ফাঁসির আদেশ
                        
                            
                        
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ হাবলুসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৯ মে) শাহিনুর ইসলামসহ তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন, আব্দুল মান্নান ও আব্দুল মতিন। তাদের মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রায় পড়া শুরু হয়। ২৪০ পৃষ্ঠার রায় পড়ার পর এই আদেশ দেন ট্রাইব্যুনাল।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন এম. সারোয়ার হোসেন ও আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি।

