১০ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:০৭:১০ পূর্বাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রি হত্যার মামলা
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৪
শেখ হাসিনার বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রি হত্যার মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শেরেবাংলা নগর থানার সামনে গুলিতে কাঠমিস্ত্রি তারিক হোসেনের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 



নিহত মো. তারিকের মা মোছাম্মৎ ফিদুশি খাতুন সোমবার (১৯ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। বিচারক ফারাহ দিবা ছন্দা বাদীর জবানবন্দি শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


মামলার অপর আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুন-অর-রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এছাড়াও অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে।


বাদীর অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকালে শেরেবাংলা নগর থানার সামনে রাস্তায় গুলিবিদ্ধ হন তারিক। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।


শেয়ার করুন