১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:৫৬:৫৫ অপরাহ্ন
পাকিস্তানের খাবার কিছুটা বোরিং: হাসান মাহমুদ
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৪
পাকিস্তানের খাবার কিছুটা বোরিং: হাসান মাহমুদ

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তার এই অবদানের কারণে বাংলাদেশ এখন টেস্ট সিরিজ জয়ের খুব কাছে দাঁড়িয়ে। সেই ক্রিকেটার পাকিস্তানের খাবার নিয়ে মাতলেন রসিকতায়। খাবারের কারণে সারা বিশ্বে পাকিস্তান খুব জনপ্রিয়। বিশেষ করে খাবার সুগন্ধি এবং মসলার স্বাদ আলাদা জায়গা তৈরি করেছে। তবে দলের সঙ্গে টেস্ট খেলতে গিয়ে কিছুটা বোরিং হয়ে উঠেছেন হাসান। 


গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক সাংবাদিক দেশটির বিষয়ে ও সেখানকার খাবার নিয়ে জানতে চাইলে হাসান বলেছেন, 'এখানকার আবহাওয়া, শহর ও নিরাপত্তাব্যবস্থা ভালো। তবে খাবার কিছুটা বোরিং। যদিও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই ধরনের খাবারই খাওয়া উচিত, খুব স্বাস্থ্যকর। আর এখানে ভ্রমণেও কোনো সমস্যা নেই।' 


৪৩ রান দিয়ে ৫ উইকেট পাওয়ার বিষয়ে হাসান বলেছেন, 'এই কৃতিত্ব আমি আমার সতীর্থদের দিতে চাই। যারা বলের পেছনে থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যখন নতুন বল আসে তখন আমরা স্বাভাবিকভাবেই খেলে থাকি। চেষ্টা করি লাইন মেনে বল করার। অধিনায়ক অনেক সময়ে পরামর্শ দেন দলের বিষয়ে, কোথায় বল করতে হবে, সেসকলও বিষয়েও। আমরা সেটি মেনেই বল করে উইকেট নেওয়ার চেষ্টা করি সবসময়।' 


নিজের বিষয়ে বলেছেন, 'যখন ৫ উইকেট পেয়েছি, তখন সেটি আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল। দেশের জন্য ও দলের জন্য কিছু করতে পারা অনেক গর্বের বিষয় আমার কাছে। ইতিমধ্যে একটি টেস্ট ম্যাচ জিততে পেরে আমরা খুব খুশি। এখন আরেকটি জেতার সুযোগ এসেছে।' 


বাংলাদেশি পেসার আরো বলেছেন, 'যখন পেসারদের হাতে বল দেওয়া হয়, তখন উইকেট নেওয়ার জন্য কীভাবে বল করা যায়, এই একটাই পরিকল্পনা থাকে। যত বেশি বল করা যায়, ততই সফলতা আসে। প্রথমে তাসকিন ভাই শুরু করে দেওয়ার পরে নাহিদ রানা এসে দুর্দান্ত বল করেছে। এরপরে আমার হাতে বল দেওয়া হলে আমিও মোমেন্টামটা পেয়েছি। প্রতিপক্ষ যখন জুটি গড়ে তখন আমাদের দলের মধ্যে একটা এলোমেলো অবস্থা তৈরি হয়। চেষ্টা করেছি এক জায়গা থেকে বল করে রান আটকানোর। বাউন্ডারি সেভ করা, সিঙ্গেলস না দেওয়ার পাশাপাশি ধারাবাহিকভাবে ভালো বল করার পরিকল্পনাই ছিল।' 


বাংলাদেশের আজকের চ্যালেঞ্জ নিয়ে হাসান বলেছেন, 'কত ওভারে খেলার সুযোগ পেলে বাংলাদেশ এই রান তুলতে পারবে, সেটি আসলে বলা মুশকিল। যদি বৃষ্টি না হতো তাহলে চেষ্টা করতাম আজকের (গতকাল) মধ্যেই খেলা শেষ করা, আর সেটি না হলে আজ প্রথম সেশনে শেষ করার চেষ্টা করতাম। কিন্তু এখন তো বলা কঠিন। আমরা বৃষ্টি নিয়ে চিন্তা করছি না। যদি খেলা মাঠে গড়ায় তাহলে আমরা চেষ্টা করব প্রতিটি বল মোকাবিলা করতে।' 


শেয়ার করুন