২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১৫:৩৫ পূর্বাহ্ন
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘গুরুতর’ অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২২
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘গুরুতর’ অভিযোগ

রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইউক্রেনের হাতে আটক হওয়া রুশ সেনাদের অমানবিক নির্যাতন করা হয়েছে।

সেনাদের নির্যাতন করা হয়েছে; এটি তদন্ত করতে কাজ করছে একটি কমিটি। 

আর এ কমিটির পক্ষ থেকে  বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যেসব সেনাদের বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে তারা জানিয়েছেন, তাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। 

এ ব্যাপারে একটি বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, একজন সেনা বলেছেন, ইউক্রেনের একজন ডাক্তার তাকে চেতনানাশক ওষুধ খাইয়েছে। তাকে আঘাত করা হয়েছে। বন্দি অবস্থায় ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে। 

রাশিয়া তদন্ত কমিটি, যেটি বড় ধরনের অপরাধ অনুসন্ধান করে থাকে তারা একটি বিবৃতিতে বলেছ, ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনারা বিভিন্ন অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। 

এদিকে গত জুন মাসের শেষে ইউক্রেন রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ১৪৪ জন সেনাকে ফিরিয়ে আনে। তবে ইউক্রেন রাশিয়াকে কতজন সেনা ফেরত দিয়েছিল সেটি  জানা যায়নি। 

সেনাদের নির্যাতন করার যে অভিযোগ রাশিয়া করেছে, সেই একই অভিযোগ রাশিয়ার বিরুদ্ধেও করেছিল ইউক্রেন।

সূত্র: আল জাজিরা  

শেয়ার করুন