২৬ জুলাই ২০২৫, শনিবার, ০১:২৯:২৫ পূর্বাহ্ন
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২৫
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আগামী ১০ আগস্ট, পরদিন ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সভায় ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন।


বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশাও আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গতকাল সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি শুনেছি। বিএনপি একটা গণতান্ত্রিক দল। আমরা ইতিমধ্যে রাজশাহী মহানগরে বিএনপির মহল্লা, ওয়ার্ড ও থানা কমিটিগুলো ভোটের মাধ্যমে করেছি। মহানগরের সম্মেলনেও যেন ভোটের মাধ্যমে নতুন কমিটি করা হয়, আমরা সেটাই চাই। যারা কর্মীবান্ধব ও জনপ্রিয়, তারাই যেন নেতৃত্বে আসে।’


এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়।


তার পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছে। এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে কিছু দিন ধরে নানা কর্মসূচি পালন করেন দলের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আনেন।


শেয়ার করুন