২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৫:১৪:০২ পূর্বাহ্ন
রাজশাহীতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
রাজশাহীতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
রাজশাহীতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহী জেলার সাংবাদিকদের অংশগ্রহণে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২৫ মে) রাজশাহীর একটি আবাসিক হোটেলের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহযোগিতায় ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত এর সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশো, আরইউজে’র সাধারণ সম্পাদক তানজিমুল হক। আগামী শুক্রবার (২৭ মে) ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হবে।

শেয়ার করুন