২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১৩:০৪ পূর্বাহ্ন
জল্পনার অবসান, বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
জল্পনার অবসান, বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নিয়েছে আইসিসি। বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সফর নিয়েও ছিল শঙ্কার কালো মেঘ। অবশেষে সেই শঙ্কা দূর হয়েছে। সকল জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা।


বাংলাদেশ সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মহাগুরুত্বপূর্ণ টেস্ট খেলবে প্রোটিয়ারা। যার সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের প্রথমটি মিরপুরে, পরেরটি চট্টগ্রামে। 


সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮,১৯ ও ২০ অক্টোবর। এরপর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর।


এর আগে নারী বিশ্বকাপের আসর বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে করায়, শঙ্কা তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। তবে বাংলাদেশের বর্তমান স্থিতিশীল পরিবেশের কথা জানিয়ে আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) তাদের খেলোয়াড়দের বাংলাদেশ সফরের ব্যাপারে সব রকম আশ্বস্ত করেছে বিসিবি।


শেয়ার করুন