২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:১৫:৪২ পূর্বাহ্ন
ভারতে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৪
ভারতে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে

রাজশাহীতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ছাত্র জনতার   উদ্যোগে ভারতে বিশ্ব নবীকে নিয়ে  কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ।

 

শনিবার ( ০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায়  সাহেব বাজার জিরো পয়েন্টে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ (৫০/৬০) অনুষ্ঠিত হয়।

 

 উক্ত সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভারতে শাসকগোষ্ঠী বিজেপি দ্বারা সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। বিজেপি ইচ্ছেকৃত ভাবে ধর্মীয় বিদ্বেষ  উস্কে  দিচ্ছে।

 

অন্তর্বর্তীকালীন  সরকারের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান।

এর সাথে তারা ভারতের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করারও আহবান জানান। নবীজি (সাঃ)কে নিয়ে  কটুক্তির  তীব্র নিন্দা ও এই  ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকর করার জন্য মোদি  সরকারের প্রতি আহ্বান জানান।

 

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র আবুল কালাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ত্রিপোলি বিভাগের ছাত্র আশিক আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র মনিরুল ইসলাম রাজা, বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের শিক্ষক মাহাবুব আলম রাজু প্রমুখ।

শেয়ার করুন