০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ০১:০৭:১২ অপরাহ্ন
বাসে গ্যাস নিতে গিয়ে বিস্ফোরণে নিহত তিন, আহত ২০
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৪
বাসে গ্যাস নিতে গিয়ে বিস্ফোরণে নিহত তিন, আহত ২০

লক্ষ্মীপুর সদরে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২০ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


নিহতরা হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর এলাকার সুজামিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। তারা সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।

শেয়ার করুন