২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:২৯:২০ অপরাহ্ন
বাঘায় শত্রুতার জেরে সংঘর্ষ, ৫ জন আহত, গ্রেপ্তার ২
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২৪
বাঘায় শত্রুতার জেরে সংঘর্ষ, ৫ জন আহত, গ্রেপ্তার ২

রাজশাহীর বাঘা পৌর সদর এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ইয়াসিন আলী ও লিমন হোসেনের মধ্যে পূর্ব বিরোধের জেরে তর্কবিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনায় লিমন হোসেন, সোহাগ হোসেন, ওয়ায়েদ হাসান, ও অনিক হোসেন গুরুতর আহত হন।


আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ইয়াসিন আলী ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে। রোববার (২৭ অক্টোবর) সকালে তাদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।


বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়ভাবে এই সংঘর্ষে উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন