০৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৫০:৩৮ পূর্বাহ্ন
মার্করামকে ফিরিয়ে তাইজুলের প্রথম আঘাত
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৪
মার্করামকে ফিরিয়ে তাইজুলের প্রথম আঘাত

চট্টগ্রাম টেস্টে উইকেটের দেখা আরও বহু আগেই পেতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি, অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম হাসান মাহমুদের বলে ডি জর্জির ক্যাচ নিতে না পারলে। এরপর ছড়ি ঘুরাতে থাকে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার। অবশেষে সেখানে লাগাম টানতে পেরেছেন তাইজুল ইসলাম। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ৩৩ রানে ফিরিয়েছেন এই স্পিনার।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৭০ রান। উইকেটে আছেন জর্জি ও ট্রিস্টান স্টাবস।


এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট হারায় সিরিজ বাঁচাতে এ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আনে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, লিটন দাস ও জাকের আলী। তাদের জায়গায় একাদশে রাখা হয়েছে নাহিদ রানা, মাহিদুল ইসলাম ও জাকির হাসান। এদের মধ্যে জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন।


অন্যদিকে প্রোটিয়াদের স্কোয়াডেও এসেছে দুটি পরিবর্তন। মুথুসামি এবং প্যাটারসন একাদশে এসেছেন ব্রিটজকে ও পিয়েডিটের জায়গায়।


শেয়ার করুন