০৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:২০:৪৯ পূর্বাহ্ন
সকালের শুরুতেই শান্ত-মুশফিক-মিরাজের বিদায়, ফলোঅনের শঙ্কা
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
সকালের শুরুতেই শান্ত-মুশফিক-মিরাজের বিদায়, ফলোঅনের শঙ্কা

আগের দিন শেষ বিকেলে ৪ উইকেট খরচ করে ৩৮ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে প্রতিরোধ গড়ায় ছিল মূল লক্ষ্য। হয়নি সেটাও। সকালের শুরুতেই সাজঘরের পথ ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাতে দলীয় ৫০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪৮ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম।


এদিন ব্যাট করতে নেমে আগের দিনের সঙ্গে স্কোরবোর্ডে ১০ রানও জমা করতে পারেনি বাংলাদেশ। তার আগেই সাজঘরে তিন ব্যাটার। শান্ত ৯ রানে রাবাদার বলে সাজঘরে ফেরার পর রানের খাতা খুলতে পারেননি মুশফিক। পিটারসনের বলে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।


খানিক পর উইকেটে এসে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। এই ব্যাটার ফিরেছেন রাবাদার চতুর্থ শিকার হয়ে। খানিক পর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনও ফিরেছেন হতাশ করে। রানের খাতায় খুলতে পারেননি এই ব্যাটার।


এর আগে, চট্টগ্রামে ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির তিন ব্যাটার। দুই ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট।


শেয়ার করুন