রাজশাহীতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকোর দুই কর্মী ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ ঘটনা ঘটে বলে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা বলছেন, নেসকোর একটি দল সকালে বৈদ্যুতিক জোড়া খুঁটির ওপরে ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় এক কর্মচারী বিদ্যুতের তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান। আর অপরজন খুঁটির ওপরে ঝুলে থাকেন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সঙ্কর কে বিশ্বাস বলেন, “চিকিৎসকরা আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, “ঘটনাটি জানার পরপরই হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
“চিকিৎসকের পরামর্শে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে টিম গঠন করা হয়েছে।’’
তিনি বলেন, “দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ বন্ধ না রেখে কাজ শুরু করায় এই দুর্ঘটনা ঘটেছে।

