২০ মে ২০২৫, মঙ্গলবার, ০২:১৫:৫১ অপরাহ্ন
‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন বন্ধ ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৪
‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন বন্ধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ট্রেনটি চলবে না। 


শুক্রবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।



রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।


গত শনিবার ট্রেনটির প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তাঁরা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।


শেয়ার করুন