২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:০৫:৪০ পূর্বাহ্ন
ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ ট্যাংক দিতে যাচ্ছে যুক্তরাজ্য
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৩
ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ ট্যাংক দিতে যাচ্ছে যুক্তরাজ্য

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে প্রথমবারের মতো চ্যালেঞ্জার-২ নামে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন।

পশ্চিমাদের বরাত দিয়ে ব্রিটেনের স্থানীয় পত্রিকাগুলো সোমবার এ খবর প্রকাশ করেছে। খবর স্কাই নিউজের।

খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার ২ ট্যাংক ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

ইউক্রেনকে পশ্চিমা ট্যাংক সরবরাহ করা হবে দেশটিকে সামরিক সহযোগিতার ক্ষেত্রে বড় পদক্ষেপ। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

স্কাই নিউজ বলেছে, প্রায় ১০টি চ্যালেঞ্জার ২ ট্যাংক দেওয়া হতে পারে ইউক্রেনকে। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক এমনভাবে তৈরি করা হয়েছে, যা দিয়ে অপর ট্যাংককে আক্রমণ করা যায়। ব্রিটিশ সেনাবাহিনীতে ১৯৯৪ সাল থেকে এটি মজুত রয়েছে। বসনিয়া ও হার্জেগভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাংক মোতায়েন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।

শেয়ার করুন