২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০২:৪১:৫৩ অপরাহ্ন
এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন যুক্তরাষ্ট্রের
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৪
এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন যুক্তরাষ্ট্রের

ঘুসকাণ্ডে এবার গৌতম আদানি ও তার স্বজন সাগর আদানিকে সমন পাঠাল যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সৌর বিদ্যুৎ প্রকল্পে ২,২০০ কোটির ঘুস মামলায় যুক্তরাষ্ট্রে তাদের ডেকে পাঠানো হয়েছে। শনিবার আহমেদাবাদে দুই ধনকুবেরের বাড়িতে এসে পৌঁছায় সমনের চিঠি। এ জন্য ২১ দিন সময় পাচ্ছেন তারা।


রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ২১ নভেম্বর দুই অভিযুক্তকে সমনের ওই বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মোতাবেক সমনের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি পাওয়ার পরদিন থেকেই সময় গণনা হবে। আত্মপক্ষ সমর্থনে যা বলার তা জানাতে হবে আদালতকেও। জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ীই রায় ঘোষণা করা হবে।


গত বুধবার সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুস দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে।  


যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুস দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন বিচার বিভাগের। গৌতম আদানি, সাগর আদানিসহ ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।


এদিকে মার্কি নপ্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, আদানি ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কূটনৈতিক সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।


সাংবাদিকদের প্রশ্নের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী অংশীদারিত্ব। তার প্রত্যাশা, সম্পর্কে অবনতি হয় এমন কিছুর আগেই এটি সমাধান করা যাবে। 


শেয়ার করুন