০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫০:১০ পূর্বাহ্ন
হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।


বুধবার (২৭ নভেম্বর) রাতে তাদের আটক করে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। আটককৃত ড্রাইভার ও হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। 


এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম। 


চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আজ সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে তাদের গাড়ি। এ ঘটনায় কেউ হতাহত হননি। 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।


শেয়ার করুন