২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৪:১১ অপরাহ্ন
বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শনিবার
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শনিবার

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত করছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত রোগী সহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়।

প্রতি বছর শিকদারীর সালেহা-ইমারত মেডিকেল সেন্টারে তিন দিন ব্যাপি চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। যে সকল রোগীর চোখে ছানি পড়া প্রথমে তাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হবে। নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

শনিবার সকালে (১১ ফেব্রুয়ারি) বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টারের বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্বারা চক্ষু রোগীদের সু-চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রতি বছর ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রতিষ্ঠান সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের এই আয়োজন করে থাকেন।

সালেহা ইমারত ফাউন্ডেশন এ পর্যন্ত ২২ হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেছে। বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করে আগের মতোই দেখতে পারছেন চক্ষু রোগীরা। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন বহন করবেন।

শেয়ার করুন