২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩০:০১ অপরাহ্ন
সরকার হটাতে জনগণ আবার জেগে উঠবে: ফারুক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৪
সরকার হটাতে জনগণ আবার জেগে উঠবে: ফারুক

সরকারকে হটাতে আবারও জনগণ জেগে উঠবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নাই। বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে। কারণ জেগে ওঠার সময় এখন খুব কাছে।’


শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।  


সরকারের উদ্দেশ্যে ফরুক বলেন, ‘আপনারা জনগণের কাছে হেরে যাবেন। হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। শ্রীলংকার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন। সংসদ অধিবেশন চলছে, তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন। সুষ্ঠু ভোটের মাধ্যমে কে জয়লাভ করবে তা দেখবেন।’


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। 


সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এজমল হোসেন পাইলট, ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ। 


শেয়ার করুন