১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:২৫:৪৮ অপরাহ্ন
ইউক্রেনের ২৫ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
ইউক্রেনের ২৫ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারটি অঞ্চলে ২৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।


ড্রোনগুলির মধ্যে চৌদ্দটি দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলে, ছয়টি পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলে, তিনটি মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ার উপর এবং দুটি দক্ষিণ রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে।


ক্রাসনোদারের আঞ্চলিক গভর্নর, ভেনিয়ামিন কনড্রাতিয়েভ, গত রাতে টেলিগ্রামকে লিখেছেন, দুটি জেলায় রাতারাতি ‘বিশাল ড্রোন হামলার’ শিকার হয়েছে। একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানান তিনি।


উল্লেখ্য, সম্প্রতি ফের উত্তেজনা বাড়তে শুরু করেছে ইউক্রেন-রাশিয়ার মধ্যে। হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে বাড়তি সুবিধা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ছাড়াও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর কথা জানিয়েছেন তিনি।


বিশেষ এই সুবিদা পাওয়ার পর রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়াও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।


শেয়ার করুন