০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৫০:১৫ অপরাহ্ন
রাবির অধ্যাপক সফিকুলকে মারধরের পর পুলিশে সোপর্দ
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৪
রাবির অধ্যাপক সফিকুলকে মারধরের পর পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলামকে (৭০) পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ বলছে শনিবার বিকালে রাজশাহী মহানগরীর সাধুরমোড় এলাকা থেকে পুলিশ উদ্ধার করে বোয়ালিয়া খানায় নিয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এই প্রতিবেদন লেখার পর্যন্ত তিনি বোয়ালিয়া থানা পুলিশের হেফাজতে ছিলেন। 


রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের কোনো থানায় মামলা বা অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সে অনুযায়ী তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


তাকে মারধর করা হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, মারধরের বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। উল্লেখ্য অধ্যাপক পিএম সফিকুল ইসলাম সর্বশেষ নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ছিলেন। গত ১৯ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দেন শিক্ষা মন্ত্রণালয়।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে রাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলামের বাড়ি রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন এলাকায়। নগরীর বোয়ালিয়া থানাধীন কালু মিস্ত্রির মোড় এলাকায় নিজ বাড়িতে তিনি বসবাস করেন। শনিবার বিকালে অধ্যাপক পিএম সফিক বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে হাঁটছিলেন। একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী তাকে চিনতে পেরে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় তাকে মারধর করে আটকে রাখা হয় একটি মাঠের মধ্যে। খবর পেয়ে বিকাল ৫টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। 


আরএমপির বোয়ালিয়া থানার ওসি আরও জানান, পিএম সফিকুল ইসলামের বাড়ি জেলার বাগমারায়। তার বিরুদ্ধে স্থানীয় থানায় কোনো মামলা মোকদ্দমা রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যে বাগমারা থানা পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোথাও কোনো অভিযোগ বা মামলা থাকলে তাও খোঁজা হচ্ছে। সর্বোপরি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা পাওয়ার পর সে অনুযায়ী তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


জানা গেছে, গত ৫ আগষ্ট সরকার পতনের পর তিনি ঢাকাতেই ছিলেন বেশ কিছুদিন। সম্প্রতি নগরীর কালু মিস্ত্রির মোড়ের নিজ বাড়িতে ফিরে ঘরের মধ্যেই থাকতেন।  


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক পিএম সফিকুল ইসলাম সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করতেন। অবসরের পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। গত ১৯ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ১১ জানুয়ারির নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। রাবির আওয়ামী লীগ ও  প্রগতিশীলপন্থি শিক্ষকদের সংগঠন নীল প্যানেলের সক্রিয় শিক্ষক নেতা ছিলেন। রাবির বাংলা বিভাগে যোগদানের আগে ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কলা অনুষদেরও নির্বাচিত ডিন ছিলেন পিএম সফিকুল ইসলাম।


শেয়ার করুন