নিপীড়ন বিরোধী দিবস এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজারে অবস্থিত স্টুডেন্ট ওয়েলফেয়ার ছাত্রাবাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০-১৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সেক্রেটারি মুজাহিদ ফয়সালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ আবরার ফাহাদকে “সত্য ও ন্যায়ের সাহসী কণ্ঠস্বর” হিসেবে অভিহিত করেন। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আত্মত্যাগ তরুণ প্রজন্মের জন্য একটি প্রেরণার উৎস। বক্তারা আবরারের হত্যাকাণ্ডকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি নৃশংস ও বর্বর আঘাত হিসেবে উল্লেখ করেন।
ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি জানানো হয়—
অনুষ্ঠান শেষে আবরার ফাহাদসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে নির্মমভাবে হত্যা হন। তাঁর মৃত্যু দেশে মতপ্রকাশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ছাত্ররাজনীতির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।