০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:০২:২৩ অপরাহ্ন
রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৪
রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।


এই ছাত্রলীগ কর্মীর নাম আকিফ-ই-রাব্বি (১৯)। তার বাবার নাম গোলাম নবী। বাড়ি নগরীর সাগরপাড়া মহল্লায়। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগ কর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন।

লিমন এ সময় মোবাইল থেকে ভিডিও বের করে দেখান, যাতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুইহাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগ কর্মী আকিফের ছবি দেখান তিনি।

এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনও রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এখনও ছাত্রলীগের যে নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতারে পুলিশের প্রতি আহবান জানান এই ছাত্রদল নেতা।

তিনি অভিযোগ করেন, আমরা ছাত্রদল করি, কাউকে ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেফতার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন