০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৯:৫৯ পূর্বাহ্ন
শাবান মাহমুদের চুক্তি বাতিল
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
শাবান মাহমুদের চুক্তি বাতিল

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ানোও হয়েছিল।


তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই চুক্তি বাতিল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।


২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। তার চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে ২০২২ সালের ২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


শেয়ার করুন