২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৪:২৮:৪৫ পূর্বাহ্ন
কেশরহাটে বালু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৩
কেশরহাটে বালু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

মোহনপুরের কেশরহাট বাজারে বালু বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংগ্লন্ন কেশরহাট বাজারের দক্ষিণ সিমান্তে বাকশৈল গ্রামের পাশে এ বালু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

কেশরহাট বাজারের আমান ফিডের অনুমোদিত ডিলার আব্দুল মালেক (বাবুল) এর নতুন ব্যবসার সংযোজন হিসেবে বালু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন, কেশরহাট বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিঠু।

এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিদুল রহমান, কেশরহাট বাজারের মেসার্স এমদাদুল ফার্নিচারের প্রোপাইটার ইসাদুল হক, লেড ব্যবসায়ী আলম, মাৎস ব্যবসায়ী আব্দুল কুদ্দুসসহ কেশরহাট বাজারের ব্যাবসায়ীরা।

উদ্বোধনকালে আব্দুল মালেক বাবুল বলেন, আমি নির্মাণ সামগ্রীর মধ্যে বালু ব্যবসা শুরু করলাম, আগামীতে আমার এখানে বালুসহ ইট ও খোয়া ক্রেতারা ন্যায্য মুল্যে পাবেন।

তবে আমার এখানে চলতি জুলাই মাসে বিশেষ ছাড়ে বালু পাবেন সকল ক্রেতারা, তাই আপনার সকলে আমার ব্যবসার সাফল্য কামনা করে বালুসহ নির্মাণ সামগ্রী ক্রয় করতে আসবেন।


শেয়ার করুন