১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪৩:০৫ পূর্বাহ্ন
মান বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৪
মান বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে না পারলে লজ্জার মুখে পড়তে হবে বাংলাদেশকে। এমন ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।


ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালোই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। মান বাঁচাতে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সুবানা মোস্তারি ও মুর্শিদা খাতুন।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২.২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ ২০ রান।


এর আগে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে ১২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে ৪৭ রানের বড় ব্যবধানে।


শেয়ার করুন