১৩ জানুয়ারী ২০২৫, সোমবার, ০৫:৫২:১৬ পূর্বাহ্ন
আপনাদের খুশি মুখটাই সব সময় দেখতে চাই: সালমা ইসলাম
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
আপনাদের খুশি মুখটাই সব সময় দেখতে চাই: সালমা ইসলাম

ঢাকার নবাবগঞ্জে শনিবার দ্বিতীয় দিনের মতো শীতবস্ত্র বিতরণ করেছে নুরুল ইসলাম ফাউন্ডেশন। সংস্থাটির পক্ষে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। 


এ সময় তিনি বলেন, আমি সব সময় আপনাদের হাসিখুশি মুখটা দেখতে চাই। আপনাদের সন্তান, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেবের মৃত্যুর পরে আমি তার নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। যেখানে রয়েছে নুরুল ইসলাম শিক্ষাবৃত্তি, মক্তব, এতিমখানা ও মাদ্রাসা, কুরআন শরিফ ও ধর্মীয় বই বিতরণ, ভিক্ষুক, পথশিশু ও অসহায় পথবাসীর পুনর্বাসণ, ত্রাণ বিতরণ, হজ প্রশিক্ষণ, যৌতুকবিহীন বিবাহ প্রকল্প এবং নিরাপদ পানি সরবরাহ। এরই অংশ হিসাবে আজ আমি বিগত সময়ের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি।



সকাল সাড়ে ৯টায় বাগমারা কোর্ট বিল্ডিং এলাকায় এসব কথা বলেন সালমা ইসলাম। এদিন তিনি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা, যন্ত্রাইল, কৈলাইল ও শোল্লা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন।


সালমা ইসলাম বলেন, আপনাদের কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই। তবে আমার স্বামী নুরুল ইসলাম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। মহান আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন। তিনি জীবিত অবস্থায় সব সময় আপনাদের (দোহার-নবাবগঞ্জের) মানুষের কথা এবং এ অঞ্চলের উন্নয়নের কথা চিন্তা করতেন। আমিও সব সময় আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। 


তিনি বলেন, আমার স্বামী (নুরুল ইসলাম) ১৯৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বিজয়ের এ মাসে এ মহামানবের কথা স্মরণ করছি। 


সালমা ইসলাম আরও বলেন, জরুরি মানবিক প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। এজন্য জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। রক্তদানে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি রক্তের সীমাহীন চাহিদা পূরণের জন্য ব্লাডব্যাংক স্থাপন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও গ্রহণ করেছে নুরুল ইসলাম ফাউন্ডেশন।


যমুনা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সময়ে মানুষ নির্বিচারে বৃক্ষনিধন, বন উজাড়, নদী ভরাট করে, পাহাড় কেটে, পানি অপচয় আর প্রযুক্তির বিষবাষ্প বাতাসে ছড়িয়ে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে। ফলে পৃথিবী হয়ে পড়ছে বিপর্যস্ত। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টি, বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছে নুরুল ইসলাম ফাউন্ডেশন। তিনি বলেন, সমাজের সব ভালো কাজে নুরুল ইসলাম ফাউন্ডেশন আছে।

শেয়ার করুন