১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন
ভারতে বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
ভারতে বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

"সত্যি বল এবং ভুল মেনে নাও" শ্লোগানকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশী স্টুডেন্ট এন্ড কমিউনিটি ভারতের আগ্রাসন এবং বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ আহমেদ, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড: হাসমত সিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মঞ্জুরুল আলম, মোহাম্মদ তোফায়েল, বোরহান উদ্দিন।


বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক ড: নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঞ্জুরুল আলম, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তোফায়েল এবং এস এম জাহিদুর রহমান।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের মাধ্যমে হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও এই পথসভা থেকে জানানো হয় । বক্তারা আরোও বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে।


প্রচন্ড শীত উপেক্ষা করে সমাবেশে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।


এদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশী স্টুডেন্ট এন্ড কমিউনিটি জুম্মার নামাজ শেষে হালাল পিজ্জা খাবার বিতরণ করে।


উল্লেখ্য গত সোমবার (০২ ডিসেম্বর) ভারতের আগর তলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, ভাংচুর এবং বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন।

শেয়ার করুন