১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৫৬:০৯ অপরাহ্ন
ছাত্রলীগের সেই রিভা গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ১৬-১২-২০২৪
ছাত্রলীগের সেই রিভা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার আলোচিত সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকেও গ্রেফতার করা হয়েছে।


রোববার দিবাগত রাতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


ডিবি কর্মকর্তা জানান, তামান্না জেসমিন রিভা ও মাহবুবুর রহমান মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।তারা বেশ কয়েকটি মামলার আসামি। এ ছাড়া তারা সম্প্রতি স্কয়ার হাসপাতালের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেছেন।


তামান্না জেসমিন রিভা আওয়ামী লীগ সরকারের আমলে বেশ আলোচিত।তার বিরুদ্ধে হলের সিট বাণিজ্যের অভিযোগ ছিল। ২০২২ সালে ইডেনে সিট বাণিজ্য নিয়ে তার হুমকি-ধামকির অডিও রেকর্ড ফাঁস হয়েছিল, যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।আওয়ামী লীগ শাসনামলে ইডেনে তার কথাই ছিল ‘শেষ কথা’।

শেয়ার করুন