০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৭:১৫ অপরাহ্ন
পুঠিয়ায় ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২৪
পুঠিয়ায় ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজ গ্রাম এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।


শনিবার (৬ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম এর নেতৃত্বে একটি টিম উপজেলার নামাজগ্রাম এলাকার সুজন বাবুর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় ১০৫ বোতল ফেনসিডিলসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- পুঠিয়া থানাধীন নামাজ গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সুজন বাবু (৩৫), মৃত. মফিজ উদ্দিন ছেলে আমিনুল ইসলাম (২৫), সুজন বাবুর স্ত্রী তাসলিমা খাতুন (৩০) ও বেলপুকুরিয়া থানাধীন আগলা গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৭) ও জামিরা এলাকার তুখরেজুল এর ছেলে ওয়াকিল ইসলাম (২৪)।


আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন।#


শেয়ার করুন