২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৫:৩১:০২ অপরাহ্ন
বগুড়া সদর উপজেলা আ.লীগ সভাপতি ও তার স্ত্রী গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২৪
বগুড়া সদর উপজেলা আ.লীগ সভাপতি ও তার স্ত্রী গ্রেফতার

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী মাহফুজা খানম লিপি গ্রেফতার হয়েছেন। ডিএমপির ডিবি তেজগাঁও টিম বুধবার রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার জানান, সফিকের বিরুদ্ধে সদর থানায় একাধিক হত্যাসহ ১২টি ও স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য লিপির বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।


তিনি বলেন, বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বুধবার রাত ৮টার দিকে তাদের মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। তাদের  বগুড়ায় আনা হচ্ছে।


শেয়ার করুন