২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৩৯:৫৩ পূর্বাহ্ন
আরও চার মামলায় গ্রেফতার সালমান-মেনন-পলকসহ ৮ জন
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
আরও চার মামলায় গ্রেফতার সালমান-মেনন-পলকসহ ৮ জন

রাজধানীর পৃথক চার থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন।


এদিন সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খানকে হাজির করে পুলিশ। এরপরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।


এরমধ্যে যাত্রাবাড়ী থানার মামলা- জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া নিউ মার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় জুনাইদ আহমেদ পলককে। মোহাম্মদপুর থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া, মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে।


শেয়ার করুন