২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:০১:৫৩ অপরাহ্ন
মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২৩
মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক গ্রেফতার

বৈধ নথিপত্র না থাকায় মালয়েশিয়ায় ১২৬ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা। তাদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন ১১৮ জন।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।

গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের গ্রেফতার করা হয়। দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের সময় অভিবাসীরা গ্রেফতার হয়েছেন।

ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশীয় পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।

ডিবিকেএল বলেছে, সংসদীয় নির্বাচনি এলাকা অনুযায়ী কুয়ালালামপুরজুড়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন